
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গান্ধী পরিবারকে সরাসরি চ্যালেঞ্জ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বলেন, যারা প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেন তাঁদের বলছি তাঁরা যেকোনও সময়, যেকোনও জায়গায় তর্কে অংশগ্রহণ করুক। একদিকে প্রিয়াঙ্কা-রাহুল দুই ভাইবোন থাকবে অন্যদিকে বিজেপির একজন মাত্র প্রতিনিধি থাকবে। তাতেই যথেষ্ট। আমেঠী থেকে যেভাবে গান্ধী পরিবার পালিয়ে গেলেন তাকেও কটাক্ষ করেছেন স্মৃতি ইরানি। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীকে ৫৫ হাজার ভোটে হারিয়েছেন স্মৃতি। এই ভয়েই আমেঠীকে পিঠ দেখিয়েছে গান্ধী পরিবার, দাবি স্মৃতির। ২০১৯ সালে রায় বেরেলি থেকে বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিংকে দেড় লক্ষের বেশি ভোটে হারিয়েছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তবে এবার তিনি রাজ্যসভার সদস্য হওয়ার ফলে সেখানে তিনি প্রার্থী হননি। ২০১৪ সালে কংগ্রেস উত্তর প্রদেশ থেকে শুধুমাত্র রায় বেরেলি এবং আমেঠী আসনই জিতেছিল। যদিও ২০১৯ সালে আমেঠী আসনটি হাত শিবিরের কাছছাড়া হয়ে যায়।